Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইহুদি-ই মনে করে, ইসরাইল ‘বর্ণবাদী রাষ্ট্র’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৫:০২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ইহুদির চোখে ইসরাইল একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’। মঙ্গলবার একটি জরিপের ফলের ওপর ভিত্তি করে এ তথ্য জানায় লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। গাজায় ইসরাইলের আগ্রাসনের পর এ জরিপ চালানো হয়। -মিডল ইস্ট আই

২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে জিউশ ইলেকটোরেট ইনস্টিটিউট এ জরিপ চালিয়েছে, যা প্রকাশ করেছে ১৩ জুলাই। জরিপে অংশ নিয়েছেন ৮শ জন। জরিপের তথ্য অনুযায়ী, ৩৪ শতাংশ ইহুদি মনে করেন ‘ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণ আমেরিকায় চলা বর্ণবাদের মতোই’। এ ছাড়া ২২ শতাংশ মনে করেন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সম্প্রতি ইসরাইল-হামাসের মধ্যে হওয়া যুদ্ধে বিমান হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছেন ১২ ইসরাইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ