Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আফগানিস্তান যুদ্ধ : কজন মারা গেলেন, যুক্তরাষ্ট্রের খরচ কত হলো?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১১:২৮ এএম

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের অধ্যাপক লিন্ডা বিলমেস ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্টস অফ ওয়ার প্রজেক্টের’ তথ্য ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, এপি৷ ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত আফগানিস্তানের পাশাপাশি ইরাকেও যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র৷ এই সময়ে অনেক মার্কিন সেনা দুই দেশেই যুদ্ধ করেছেন৷ ফলে এপির দেয়া কিছু তথ্যে দুটি যুদ্ধেরই পরিসংখ্যান আছে৷

আফগানিস্তানে যুদ্ধের শুরু : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার এক সপ্তাহ পর ১৮ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস হামলাকারীদের বিরুদ্ধে লড়তে মার্কিন বাহিনীকে অনুমতি দিয়েছিল৷ প্রায় ২০ বছর পর আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে৷

প্রাণহানি : ২০০১ সালে আফগান যুদ্ধ শুরুর পর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত মারা গেছেন এক লাখ ৭২ হাজার ৩৯০ জন৷


মার্কিন ও পশ্চিমা বাহিনীর সেনাদের প্রাণহানি : যুদ্ধে মারা যাওয়া মার্কিন সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা দুই হাজার ৪৪৮ জন৷ এছাড়া মার্কিন কন্ট্রাক্টর মারা গেছেন তিন হাজার ৮৪৬ জন৷ যুক্তরাষ্ট্র ছাড়া আফগানিস্তানে যুদ্ধ করা ন্যাটো ও অন্যান্য দেশের এক হাজার ১৪৪ জন ব্যক্তিও মারা গেছেন৷

আফগান নাগরিকের মৃত্যু : যুদ্ধে আফগানিস্তানের সামরিক ও পুলিশ বাহিনীর প্রায় ৬৬ হাজার সদস্য প্রাণ হারিয়েছেন৷ সাধারণ নাগরিক মারা গেছেন ৪৭ হাজার ২৪৫ জন৷ তালেবান ও অন্যান্য বিরোধী যোদ্ধা মারা গেছেন ৫১ হাজার ১৯১ জন৷

ত্রাণকর্মী ও সাংবাদিক : আফগান যুদ্ধে ৪৪৪ জন ত্রাণকর্মী ও ৭২ জন সাংবাদিকও মারা গেছেন৷

মোট খরচ : ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র আনুমানিক প্রায় দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে৷ বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১৬৯ লাখ ৫৪ হাজার ৭০৪ কোটি টাকা৷

খরচ আরো আছে, থাকবে : যুদ্ধে খরচের জন্য দুই ট্রিলিয়ন ডলার জোগাড় করতে যে ঋণ নেয়া হয়েছে তার সুদ হিসেবে এখন পর্যন্ত আনুমানিক ৯২৫ বিলিয়ন ডলার দেয়া হয়েছে৷ ২০৩০ সালে সুদের পরিমাণ গিয়ে দাঁড়াবে দুই ট্রিলিয়ন ডলারে, যা যুদ্ধে খরচের সমপরিমাণ৷ খরচ সেখানেই থামবে না৷ ২০৫০ সাল নাগাদ সুদের পরিমাণ হতে পারে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার৷

সেনাদের দেখভালের খরচ : যুদ্ধ শেষ হলেও খরচ শেষ হচ্ছে না, হবে না৷ আফগানিস্তান ও ইরাক যুদ্ধে অংশ নেয়া প্রায় ৪০ লাখ সেনাকে আজীবন দেখভাল করতে হবে৷ এতে প্রায় ১.৬ থেকে ১.৮ ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে বলে জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডা বিলমেস৷

যুক্তরাষ্ট্রের ‘সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন্স ডিফেন্স সাবকমিটি’ ভিয়েতনাম যুদ্ধের সময় তার খরচ নিয়ে ৪২ বার আলোচনা করেছে৷ একই কমিটি আফগানিস্তান ও ইরাক যুদ্ধের খরচ নিয়ে আলোচনা করেছে মাত্র পাঁচবার৷ আর সিনেটের ফাইন্যান্স কমিটি আলোচনা করেছে মাত্র একবার৷



 

Show all comments
  • M.A.Maksud ১৪ জুলাই, ২০২১, ১১:৫১ এএম says : 0
    যুদ্ধবাজরা সারা দুনিয়ার অশান্তির মুল কারন
    Total Reply(0) Reply
  • Paikra Shakil ১৪ জুলাই, ২০২১, ৫:২৯ পিএম says : 0
    ভাই ভালো তথ্য কিন্তু আফগান ও ইরাকের কি পরিমান সম্পদ তারা নিয়েছে তার তথ্য যদি দিতেন তাহলে খুবই ভালো লাগতো, এছাড়া ঐ যুদ্ধের ফলে অত্র অঞ্চলের যে সামাজিক, অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার হিসেবটা কত,এছাড়াও তারা পারছে কি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা রক্ষা করতে, শুধু শুধু সময় ও সম্পদের অপচয় আর মানুষের অশান্তির কারন তাদের নীতি
    Total Reply(0) Reply
  • Atik Rehman ১৪ জুলাই, ২০২১, ৫:২৯ পিএম says : 0
    সব মিলিয়ে প্রায় ১২ টিলিয়ন ডলার যদি দশ টিলিয়ন ডলার ধরা হয় বাংলাদেশী মূদ্রায় প্রায় আট হাজার লাখ কোটি টাকা। যা এই দেশে ১ শত ৬০ বার বাজেট দেওয়া সম্ভব। বাহ যুদ্ধ যুদ্ধ খেলা এমেরিকাকে এককথায় ফকির বানিয়েই দিলো। এই টাকা যদি দরিদ্র দেশগুলোকে সহযোগিতা করতো তাহলে বিশ্বে দারিদ্র্য বলতে কোন দেশ আদোও থাকতো বলে যথেষ্ট ভাবার বিষয়। আজ যদি ভুলবশত ডলার কারিন্সির পরিবর্তে অন্য কোন মূদ্যা সামনে চলে আছে এমেরিকাকে অবশ্যই ভিক্ষা পেশা নিয়ে বসতে হবে। অপেক্ষা আর দেখার ২০৩০ সালের পর চীনের মূদ্রা আন্তর্জাতিক কারেন্সিতে যদি ডলারের জায়গা দখল করে নিতে পারে তখন কি হয় ❓
    Total Reply(0) Reply
  • Hasan Almahmud ১৪ জুলাই, ২০২১, ৫:৩০ পিএম says : 0
    অগনিত মানুষ মারা গেল কিন্তু আফগানদের মনোবল কে হারাতে পারল না খুনি আমেরিকা। শেষ পর্যন্ত সেই তালেবানদের হাতেই আফগানিস্তানকে ছেড়ে যেতে বাধ্য হলো আমেরিকা। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র।
    Total Reply(0) Reply
  • Abdullah An Noman ১৪ জুলাই, ২০২১, ৫:৩০ পিএম says : 1
    একটা বিষয় সমস্ত মিডিয়া সুকৌশলে এড়িয়ে যাচ্ছে,,,,,,, কোন দেশের কয়জন আহত নিহত হয়েছে তার হিসাব দিয়েছে বাট তালেবান মুজাহিদ কয়জন আহত নিহত হয়েছে তার হিসাব কেউ দেয়নি
    Total Reply(0) Reply
  • হাফেজ রাসেল আহম্মেদ ১৪ জুলাই, ২০২১, ৫:৩০ পিএম says : 0
    মানুষ মানুষকে হত্যা করতে যে পরিমান টাকা খরচ করছে তার অর্ধেক পরিমান টাকা যদি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হতো তাহলে দারিদ্র তা বলতে এই পৃথিবীতে কিছু থাকতো না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ