Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় ৮ ঘন্টার অভিযানেও খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া রায়হানের

হাল ছাড়েনি ডুবুরিদল, স্বজনের আহাজারি পদ্মাপাড়ে

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৯:১৩ পিএম

প্রায় ৮ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনার পরও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার করতে পারেনি ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ রায়হান আলি (৩৫) কে।

আজ সকাল আনুমানিক ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের শেকেরচক গ্রামের নূর মোহাম্মদের ছেলে রায়হান চরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে তার ডিঙি নৌকাটি পদ্মার প্রবল স্রোতে ডুবে যায়। এ দৃশ্য রায়হানের ছেলে সাগর প্রত্যক্ষ করে স্থানীয় লোকজনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। অন্যদিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। এর কিছুক্ষণ পর ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পরও প্রবল স্রোতের কারণে নিখোঁজ রায়হানকে উদ্ধার করা সম্ভব হয়নি সন্ধ্যার আগ পর্যন্ত। তবে উদ্ধারকারী দল হাল ছাড়েননি। বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করে উদ্ধার অভিযান অব্যাহত রাখবেন বলে ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জহির উদ্দিন বাবু জানিয়েছেন।

এদিকে দীর্ঘ সময় অনুসন্ধানের পরও নিখোঁজ রায়হানকে উদ্ধার করতে না পারায় পরিবার-পরিজন এর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি শুরু হয়েছে পদ্মা পাড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ