Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে থাকার জন্য তাড়ায় নেই জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

এর আগে তারা দুজন যখন একসঙ্গে ছিলেন তখন যেমন শিরোনামে ছিলেন, এখনও বেন অ্যাফ্লেক আর জেনিফার লোপেজ সংবাদ মাধ্যমের কেন্দ্রে আছেন। ১৩ বছর পর তারা আবার সন্ধি করেছেন, তবে তারা এখনই এক ছাদের নিচে ফেরার তাড়ায় নেই। এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘বেন তার বাড়িতে থিতু হয়ে আছেন এবং এটি তার সন্তানদের আবাসের কাছাকাছি। অন্যদিকে জেনিফারের বাড়িও একই রকম, এটিও পারিবারিক বাড়ি।’ দুই তারকা এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তারা পরস্পরের বাবামায়ের সঙ্গে দেখা করেছেন আর একসঙ্গে অবকাশ যাপন করেছেন। তবে, তারা একসঙ্গে বসবাসের জন্য এখনও প্রস্তুত নন। আরেক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাদের সম্পর্কে অনেক মধুর আর তারা এখনই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেননি। স¤প্রতি দুজন জেনিফারের সন্তানদের সঙ্গে পারিবারিক সময় কাটিয়েছেন। লোপেজ কিছুদিন আগে স্বীকার করেছেন তার জীবনে সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন, তিনি স্পষ্টত অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্ককে ইঙ্গিত করেছেন। ২০০২তে লোপেজ আর অ্যাফ্লেকের বাগদান হয়। তারা একসঙ্গে ‘জার্সি গার্ল’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৩ সালে বিয়ের কয়েকদিন আগে তারা বাগদান বাতিল করেন এবং ২০০৪’এর জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা দেন আলাদা হবার। গত এপ্রিলে তারা আবার এক হন। এর আগে বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রডরিগেজের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন লোপেজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেনিফার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ