Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

প্রত্যাশা পূরণ হলোনা ভারতের। অনেক আশা নিয়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ইচ্ছে ছিলো। কিন্তু সফল হলো না ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। সোমবার ওড়িশার উপক‚ল থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পর তা পড়ে যায়। অর্থাৎ যে প্রত্যাশা করা হয়েছিল, তা পূরণ হয়নি। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। এক সূত্র এএনআইকে বলেছে, ‘আজ সকালে উৎক্ষেপণের অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ে যায়। কী কারণে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরওডি) এবং ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশনের একটি যৌথ দল।’ সূত্রের খবর, প্রাথমিকভাবে বিজ্ঞানীদের ধারণা যে প্রপালসন সিস্টেমে কোনো সমস্যার জন্য সেই পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়নি। তবে কোন কারণে প্রত্যাশা পূরণ হয়নি, তা বিস্তারিত বিশ্লেষণের পরেই বোঝা যাবে বলে জানিয়েছে ওই সূত্র। বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মস মিসাইলের ফলে প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হবে। হিন্দুস্তান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ