মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকে একটি কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। সোমবার রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। হাসপাতালের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পোড়া লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীদের। ভেতরে এখনও তল্লাশি চলছে। স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ওই ওয়ার্ডে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে। অগ্নিকান্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন। ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি এক টুইটে বলেন, হাসপাতালের ওই অগ্নিকান্ড ইরাকিদের জীবন বাঁচাতে ‘ব্যর্থতারই স্পষ্ট প্রমাণ’। ওই হাসপাতালের মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার পর অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ৭০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে। এদিকে, করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে। এখনও অনেক রোগী সেখানে আটকে পড়েছেন বলে দাবি করেন তাদের স্বজনরা। ফ্রান্স২৪, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।