বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীতে ৩ ঘন্টার ব্যবধানে ২জন সহ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মহিলা সহ ৩ জন মারা গিয়েছেন।
পটুয়াখালী সিভিল সার্জন অফিস ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২-২০ মিনিটে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালীর মো: হারুন অর রশিদ(৭৫) বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।গত ৭ জুলাই তিনি করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ দিকে আজ বিকেল ৩-৩০ মিনিটে কলাপাড়া উপজেলার মহিপুরের মনোহরপুর গ্রামের সন্তোষ চন্দ্র হালদার (৭৫) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তিনি ১১ জুলাই করোনা পজেটিভ সনাক্ত হন বলে পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।
এদিকে গতকাল ১২ জুলাই বিকেলে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রেনুবালা (৬৭) মারা যান। এর আগে করোনা উপসর্গ নিয়ে তিনি গতকাল সকাল ৭-৩০ মিনিটে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকালই তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পরে বিকেলে কোভিড ওয়ার্ডে নেয়ার কিছুক্ষণ পরেই বিকেল ৫ টার দিকে তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।