Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের চাপে নাকাল ভারত, বাড়ছে বস্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

কয়েক বছরের মধ্যেই চীনকে পেছনে ফেলে সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত। ঘনবসতির দেশটিতে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র আবাসন সঙ্কট। আর এ সঙ্কট নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন সবার কাছে পরিচিত। তবে এবার জনসংখ্যার ঘনত্বে চীনকে হটিয়ে ভারত হতে যাচ্ছে পৃথিবীর সর্বাধিক জনবহুল রাষ্ট্র। জাতিসংঘের এক জরিপ অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির রেকর্ডে বিশ্বের সবদেশকে ছাপিয়ে যাবে ভারত। বলা হয়, দক্ষ জনশক্তিই নাকি চীনের উন্নয়নের হাতিয়ার। তবে কৌশলগতভাবে চীনের মতো পারদর্শী না হওয়ায় এই জনসংখ্যাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিপুল জনসংখ্যার কারণে এরই মধ্যে আবাসন সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। সামাজিক বিশ্লেষকদের করা এক প্রতিবেদন বলা হয়েছে, বাসস্থানের সঙ্কটে ভারতে অস্থায়ী বস্তির সংখ্যা দিন দিন বাড়ছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ