Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির সপ্তম ব্যালন ডি অর লোডিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৮:২০ পিএম

ক্যারিয়ারের পড়ন্ত সময়ে এসে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা ফুরিয়েছে কোপার শিরোপা দিয়ে। শিরোপা জিতেই সমালোচকদের মুখে কুলুপ এঁটেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এবার তার চোখ সপ্তম ব্যালন ডি’অরের দিকে। চলতি আসরের ব্যালন ডি’অর জিততে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। যদিও এই তালিকায় মেসি একা নন, তার কাছাকাছি অবস্থান করছেন অনেকেই।

চলতি মৌসুমে মেসি ৪৭ ম্যাচে ৩৮ গোল করে সবার উপরে অবস্থান করছেন। এই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। কোপা আমেরিকার এই আসরে ৯ গোলে সরাসরি অবদান রাখেন মেসি। তার মধ্যে ৪ গোল নিজে করেন, অন্য পাঁচটি সতীর্থদের দিয়ে করান। পুরো বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২৬ ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সেই সঙ্গে জিতে নিয়েছেন পিচিচি পুরস্কার। জিতেছেন কোপার এই আসরের গোল্ডেন বুট ও গোল্ডেন বল।

লা লিগার শেষ পর্যন্ত লড়াই করেও শিরোপা জিততে পারেনি মেসির ক্লাব বার্সেলোনা। তবে কাতালানরে কোপা দে রে’র শিরোপা জয়ে বড় অবদান রাখেন মেসি। লিগ শিরোপা না জিতলেও লিগে সর্বোচ্চ গোল করেছেন এলএম টেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা পারফরম্যান্স করতে পারেননি তিনি।

লিওনেল মেসির ধারে কাছেও নেই সময়ের আলোচিত তরকা ফুটবলার কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র। লিগ শিরোপা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোনোটাই জিততে পারেননি পিএসজির এই দুই তারকা ফরোয়ার্ড। তাদের মতোই এবার সিরি আ জিততে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জিতলেও শেষ ষোলতে বিদায় নেয় তার দল পর্তুগাল। যার কারণে মেসির সঙ্গে পেরে উঠতে পারবেন না তাদের কেউ। তবে বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান লিগে ইতিহাস গড়া লেভানদোভস্কি এই তালিকা এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোতে তার পারফরম্যান্স সাদামাটা হওয়ায় সম্ভবনা নেই গতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার।

যদিও মেসির সঙ্গে ব্যালন ডি’অরের দাবিদার ইতালির দুই ডিফেন্ডার জিওর্জিও কিয়েল্লিনি এবং লিওনার্দো বোনুচ্চি। ইতালিকে ৫৩ বছর পর ইউরো জেতাতে এই দুইজনের অবদান ছিল চোখে পড়ার মতো। তাদের সঙ্গে আছেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো ফ্রান্সের মিডফিল্ডার এনগোলা কন্তে এবং ইংলিশ তারকা ম্যাসন মাউন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ