Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরার জার্সিতে সাবিনার হাফ সেঞ্চুরি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৮:১৪ পিএম

কঠোর লকডাউন উঠে যাওয়ার একদিন আগেই ফের শুরু হয়েছে নারী প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। স্থগিত থাকা লিগের প্রথমদিন মঙ্গলবার আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস। এদিন কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা ৩-০ গোলে হারায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হয়ে অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করলে অন্যটি করেন ফরোয়ার্ড তহুরা খাতুন।

এ ম্যাচেই বসুন্ধরার হয়ে এবারের লিগে অর্ধশত গোল পূর্ণ করেছেন সাবিনা। তার গোলের হাফ সেঞ্চুরিতে বসুন্ধরায় শিরোপার সুবাস ছড়িয়েছে।

১১ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ৩৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান কলেজের পয়েন্ট ২৭। বৃহস্পতিবার কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে বসুন্ধরার। এরপর আরও দুই ম্যাচ বাকি থাকবে তাদের। তবে শেষ দুই ম্যাচ হারলেও শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে না সাবিনাদের।

বসুন্ধরার জার্সিতে নিজের ৪৯ গোল পুঁজি নিয়ে মঙ্গলবার খেলতে নেমেছিলেন সাবিনা। ২২ মিনিটে গোল করে ছুঁয়ে ফেলেন হাফসেঞ্চুরির মাইলফলক। ২৯ মিনিটে দ্বিতীয় গোল করায় এখন বসুন্ধরা কিংসের জার্সিতে সাবিনার গোল ৫১ টি। গত মৌসুমে লিগে ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন সাবিনা। চলতি লিগে এখন পর্যন্ত সাবিনার গোল ১৬টি। গত মাসে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন সাবিনা। তার আগে ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলকও অতিক্রম করেন গোলমেশিন খ্যাত এই নারী ফুটবলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ