Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রদ্রিগো দি পল এখন অ্যাটলেটিকোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৭:৪৮ পিএম

কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করার পরপরই সুখবর পেলেন রদ্রিগো দি পল। স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে দলে টানছে। স্প্যানিশ ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফাব্রিসিও রোমানো মঙ্গলবার জানান, আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

২০২৬ সালের জুন পর্যন্ত তিনি মাদ্রিদে থাকছেন তিনি। ইতালিয়ান সের আর ক্লাব উদিনেসে থেকে স্পেনের রাজধানীতে তাকে আনতে ৩ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হয়েছে অ্যাটলেটিকোকে।

দি পল দ্বিতীয় দফায় স্পেনের কোনো ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভালেন্সিয়ায় কাটিয়েছেন তিনি। এই দল বদল থেকে ভালেন্সিয়াও লাভবান হবে। কারণ উদিনেসের কাছে ডি পলকে তুলে দেয়ার সময় তার বিক্রয় মূল্যের একটি অংশ ক্লাবটিকে পরিশোধের শর্ত জুড়ে দেয়া ছিল।

দি পলকে নিতে আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়,‘ আমাদের ক্লাবে একজন শক্তিশালী মিডফিল্ডার আসছেন, যিনি সাবলীল ভাবেই আক্রমণে সামিল হতে পারেন , নিজে গোল করতে পারেন এবং অন্যকে দিয়ে গোল করাতেও পারেন।’

এক বিবৃতিতে দি পল বলেন,‘ আমি লা লিগা চ্যাম্পিয়ন দলে যাচ্ছি, এজন্য দারুণ খুশি। আমি জানি সেখানে কি পরিমাণ দায়িত্ব নিতে হবে। এটি আমার ফুটবল ক্যারিয়ারে দারুণ এক পদক্ষেপ।’

গত সপ্তাহে কোচ দিয়েগো সিমিওনি ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ