Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

বাধাহীন প্রচারণা চলছে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে !

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের প্রচারণায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:৩৭ পিএম

কঠোর বিধি নিষেধের লকডাউন চলছে দেশজুড়ে। ব্যতিক্রম নয় সিলেটও। তবে ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ঘিরে। নির্ঘুম চলছে প্রচারণা। প্রার্থীরা করছেনই সে সাথে সমর্থক কর্মীরাও চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা। প্রার্থী ও প্রতীকের পক্ষে তারা বিরামহীন ব্যস্ত। সকাল দুপুর রাতে চলছে, মিটিং মতবিনিময়। একসাথে সাথে চলছে সেন্টার কমিটি গঠন। নির্বাচনী প্রচারণার দৃশ্যে মনে হচ্ছে না সিলেট-৩ আসন এলাকায় করোনা বলে কিছু একটা আছে! প্রচারণা মিটিং এ উপেক্ষিত স্বাস্থ্যবিধি। নেই সামাজিক দুরত্ব, নিরাপদ দুরত্ব, মাস্ক নেই। এসবের তোয়াক্কা করছে না কেউই। সবাই সচেতনভাবে এড়িয়ে চলছে কঠোর বিধি নিষেধ। এ আসেন নির্বাচনী প্রচারনায় সবচেয়ে বেশি এগিয়ে নৌকা প্রতীকের হাবিবুর রহমান হাবিব। আ্ওয়ামীলীগ মনোনীত এ প্রার্থীর দল সংগঠিত এ আসনে। ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি সক্রিয়। সবাই নেমে পড়েছে মাঠে। গুছিয়ে নিচ্ছে জয়ের লক্ষে কার্যক্রম। বিজয়ের আলাদা ভাব পরিলক্ষিত হচ্ছে, কেবল দিনক্ষণ ও ঘোষনার বাকী। রবিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন সিলেট -৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। এসময় তিনি বলেছেন, বলেছেন- আল্লাহর হুকুমে আমি যদি নির্বাচিত হই জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো। আগামী ২৮ শে জুলাই উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান তিনি।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টি আতিকুর রহমান আতিক। জাপার সাংগঠনিক মান বা বাস্তবতা এ আসনে নেই বললেই চলে। কেন্দ্রে এজেন্ট দেয়ার মতো লোক আছে কি না সন্দেহ। তব্ওু চলছে প্রচারনা। নানামুখী সমস্যা মোকাবেলা করে চলছে জাপার প্রচারনা। ২০১৯ সালের ১ জানুয়ারী নির্বাচনে আ্ওয়ামীলীগ ও জাতীয় পার্টি পরস্পরের ছিল সহায়ক শক্তি । কিন্তু উপ-নির্বাচনে পরস্পর হয়েছেন প্রতিদ্বন্দ্বি। সেকারনে খুব সুবিধা করতে পারছে না জাপা মাঠে ময়দানে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে নির্বাচনী মাঠে তারা। এ আসনে ভোটারদের নিরব একটা অংশ রয়েছে জাপার লাঙ্গলের। কিন্ত ভোট প্রদানের সুযোগ নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপর। ভোট নিয়ে ইতিবাচক ভাবনা এখনো ধারণ-লালন করতে পারছে না ভোটারা। তারা মনে করছেন, ভোট বর্তমানে একটি তামাশা। কি হবে ভোট দিয়ে ! এদিকে, সাবেক এমপি বিএনপির (বর্তমানে বহিস্কৃত) কেন্দ্রিয় নেতা শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এ উপ-নির্বাচনে। এ আসনে বিএনপি বিশাল ভোট ব্যাংক থাকলেও শফির সাথে নেই দল। সেকারনে ভোটের বাজারের মহামান্ধায় পড়েছেন তিনি। তারপরও গনসংযোগ চালাচ্ছেন তিনি। চাইছেন শেষ বয়সে পুনরায় এমপি হতে। কিন্তু ব্যক্তি শফি, দলহীন হওয়ায় ভোটের পালে আসতে পারছেন না আলোচনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ-নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ