Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তর প্রদেশ ও রাজস্থানে বজ্রপাতে ৬০ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ২:০৯ পিএম | আপডেট : ৩:০১ পিএম, ১২ জুলাই, ২০২১

ভারতের বিভিন্নস্থানে বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যুর খবর দিয়েছে সে দেশের গণমাধ্যম। জানা গেছে শুধুমাত্র ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে কয়েক ডজন বজ্রপাতের ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। রোববার সন্ধ্যায় বিভিন্ন জায়গায় বজ্রপাত আঘাত হানার ফলে উত্তর প্রদেশে ৪০ এবং পশ্চিম রাজস্থানে ২০ জন মারা যায়।

স্থানীয় গণমাধ্যমকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় শিশু ও নারীসহ সর্বোচ্চ ১৪ জন নিহত হয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।


শোকাহত পরিবারগুলোকে রাজ্য সরকারে পক্ষ থেকে কমপক্ষে দুই লাখ করে রুপি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ