বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ দাসপাড়া এলাকায় ক্ষুব্ধ যুবকের হামলায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নূর উদ্দীন সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৪৬) ওই এলাকার মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী। আহতরা হলেন-জান্নাতুল ফেরদৌস (২২), রাবেয়া (৪০) ও বৃষ্টি (৯)। এ ঘটনায় জড়িত মাইজপাড়ার যুবক এহসানকে আটক করেছেন স্থানীয়রা। পুলিশ জানায় ফাতেমা বেগম বাড়িতে ঝাড়ফুঁক করতেন। কোনও এক মেয়ের সঙ্গে এহসানের প্রেমের সম্পর্ক ছিল। এ জন্য ডাবপরা-তাবিজ নিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ ছিল সে। সকালে এহসান এসে আবারও ডাবপরা নেন এবং ডাবটি কেটে দিতে বলেন। ফাতেমা ডাব কেটে দিতে দেরি হওয়ায় তার হাত থেকে দা কেড়ে নিয়ে এ ঘটনা ঘটায় এহসান। বাধা দিতে গেলে ফাতেমার মেয়ে ও বাড়ির গৃহপরিচারিকাকে কুপিয়েছে সে। পরে আহতদের উদ্ধার করে বাঁশখালীতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন তালুকদার বলেন, সকাল পৌনে ১০টার দিকে বাঁশখালী থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ফাতেমা বেগমকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।