Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে তাপমাত্রার রেকর্ড ছাড়ানোর পূর্বাভাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ২:০৬ পিএম

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র গরম শুরু হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে তাপমাত্রার তীব্রতা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
জুন থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে তীব্র গরম চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডায় গত সপ্তাহে তীব্র তাপপ্রবাহে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববারেও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর আগে ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, লাস ভেগাসে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড ভঙ্গ হতে পারে।
লাখ লাখ মার্কিনি তাপপ্রবাহজনিত কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাই এই সময়ে তাদের প্রচুর পানি পান এবং শীতাতাপ নিয়ন্ত্রিত ভবনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ