Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ছয় মাসে ৪২১ ফিলিস্তিনি বাড়ি দখল করেছে ইসরায়েল : জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১০:৪০ এএম

চলতি বছরে গত ছয় মাসে ইসরায়েলি আগ্রাসনে মোট ৪২১টি ফিলিস্তিনি বসতবাড়ি দখল করা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ৫৯২ জন ফিলিস্তিনি তার আবাস হারিয়েছে। এরমধ্যে অন্তত ৩২০ শিশু রয়েছে।
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি দখল গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এ বছর। বসতি দখল নিয়ে উত্তেজনাও বাড়ছে দুই পক্ষের মধ্যে।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবছরই সবথেকে বেশি বিক্ষোভ দেখা গেছে ফিলিস্তিনে। সেই ক্ষোভ থেকে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধও হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের।
তবে এরপরেও আগ্রাসন থামায়নি বর্বর ইসরায়েল। যুদ্ধবিরতির পরেও পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি ধ্বংস অব্যাহত রেখেছে যুদ্ধবাজ দেশটি। সূত্র : মিডল ইস্ট মনিটর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ