মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের বিভিন্ন দেশে গণহারে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও, ইসরায়েলি সরকারের অসহযোগিতা আর টিকা স্বল্পতার কারণে ভ্যাকসিন কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছিল ফিলিস্তিনি প্রশাসন। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলি প্রশাসন ফিলিস্তিনি জনগণের জন্য মাত্র দুই হাজার ডোজ টিকা সরবরাহ করলেও, চাহিদার তুলনায় তা নিতান্তই অপ্রতুল।
তবে, এবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বিরোধী নেতা মোহাম্মদ দাহলানের উদ্যোগে আরব আমিরাত সরকারের উপহার হিসেবে ফিলিস্তিনি জনগণের জন্য এসেছে ২০ হাজার ডোজ টিকা।
গত রোববার মিশর সীমান্ত হয়ে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রথম চালান প্রবেশ করে অবরুদ্ধ গাজা উপত্যকায়। এতে করে ফিলিস্তিনে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা বিরোধী জোটের।
এক বিরোধীদলীয় নেতা জানান, আমরা এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। আশা করছি প্রথম দিকে বয়স্ক এবং জটিলরোগধারীদের টিকাদানের মধ্য দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।