Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনে জর্দান ভ্যালির ৯০ শতাংশ ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৩ পিএম

ফিলিস্তিনে জর্দান ভ্যালির ৯০ শতাংশ ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য ও এস্তোনিয়ার সদস্যরা বলেন, ফিলিস্তিনের পূর্ব তীরের হুমসা আল বাকায়া জেলার মানুষদের মানবাধিকার হরণ করা হচ্ছে। তাদেরকে রক্ষা করতে কথা বলা আমাদের দায়িত্ব। -আল জাজিরা

তারা আরও বলেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে, তাতে আমরা উদ্বিগ্ন। ইতিমধ্যে, প্রতিবাদ করায় হুমাসা থেকে ৪১ শিশুসহ ৭০ বেদুইনকে ঘরছাড়া করেছে তারা। এ অন্যায় চলতে দেওয়া যায় না। জর্দান সীমান্তবর্তী জর্দান ভ্যালিতে ৬০ হাজার ফিলিস্তিনি বসবাস করেন। পূর্ব তীরের পাঁচটি শহরের এটি তৃতীয় শহর যা নিজেদের পূর্ণ দখলে নিয়েছে ইসরায়েল এবং নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে ‘অ্যারিয়া সি’ এবং এখানে বসতিও স্থাপন করেছে ১২ হাজার ইসরায়েলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ