Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মুসলিম নারীদের বিক্রির বিজ্ঞাপন ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

জুলাইয়ের প্রথম সপ্তাহেই ভারতের অর্ধশত মুসলিম নারী জানতে পারেন যে, তাদের বিক্রির জন্য পণ্য হিসেবে অনলাইনে বিজ্ঞাপন দেয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে বিজ্ঞাপনে থাকা মুসলিম নারীরা বিস্ময় হন। ‘শালি ডিলস’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে বিভিন্ন নারীর ছবিসহ প্রোফাইল তৈরি করা হয়েছে এবং তা প্রকাশ করা হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইটটিতে নারীদের ‘ডিলস অব দ্য ডে’ বলে বিশেষায়িত করা হয়েছে। এক বন্ধুর মাধ্যমে তালিকায় নিজের নাম থাকার বিষয়টি জানতে পারেন বাণিজ্যিক বিমানচালক নারী হানা খান। হানা খানকে তার বন্ধু সোশ্যাল মিডিয়ায় টুইটারের একটি পোস্ট পাঠান। টুইটারের লিংকে প্রবেশের পর হানা খান অপরিচিত এক নারীর ছবি দেখতে পান। পরের দুই পেজে বান্ধবীদের ছবি দেখতে পান তিনি। ঠিক এর পরের পেজে নিজের ছবি দেখে হতবাক হয়ে যান। হানা খান জানিয়েছেন, ৮৩টা নাম গুনেছি। এছাড়াও অনেক নাম থাকতে পারে। তারা ট্ইুটার থেকে আমার ছবি ও ইউজার নেম নিয়েছে। ২০ দিন ধরে অ্যাপটি চলছে অথচ আমরা কিছুই জানতে পারিনি। প্রথম যখন বিষয়টি বুঝতে পারি তখন গা শিউরে উঠেছিল আমার। ভারতে কট্টর হিন্দুরা মুসলিম নারীদের প্রতি অপমানসূচক ও তাচ্ছিল্যপূর্ণ শব্দ হিসেবে ব্যবহার করে থাকেন ‘শালি’ শব্দটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘শালি ডিলস’ নামের অ্যাপটিতে ব্যবহারকারীদের ‘শালি’ কেনার বিষয়ে যে সুযোগের কথা বলা হয়েছে তা কেবলই প্রতীকী। প্রকৃত অর্থে এখানে কোনো বেচাকেনা নেই। অ্যাপটির মূল উদ্দেশ্য মুসলিম নারীদের অপমান ও অপদস্থ করা। ভুক্তভোগী হানা খান জানিয়েছেন, নিজ ধর্মবিশ্বাসের কারণে হিংসাত্মকদের লক্ষ্যে পরিণত হয়েছেন। তিনি একজন মুসলিম নারী, যার পরিচয় রয়েছে ও কথার গুরুত্ব রয়েছে। হিংসাত্মকরা চায় তাদের মতো মানুষদের চুপ রাখার জন্য। ওপেন সোর্স এ অ্যাপটি ওয়েব প্ল্যাটফর্ম গিটহাবের মাধ্যমে চলছিল। এ কারণে অভিযোগ পাওয়ার পরই ‘শালি ডিলস’ বন্ধ করে দেয় গিটহাব। গিটহাব তাদের বিবৃতিতে জানিয়েছে, এমন অভিযোগ পাওয়ার পরই বিষয়টি আমলে নেই আমরা। আমাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার জন্য সকল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ