Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের দিন রাতেই মুক্তি পাবে ‘ইউটিউমার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৪:০১ পিএম

বহুল প্রতীক্ষিত ওয়েব অরিজিনাল ‘ইউটিউমার’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ঈদে দর্শকের জন্য মুক্তি পেতে যাচ্ছে ওয়েব কনটেন্টটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর পোস্টার। ঈদের দিন রাতেই কনটেন্টটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে। চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দর্শক সাবস্ক্রিপশন কিনে দেখতে পারবেন কনটেন্টটি।

জিয়াউল হক পলাশ, প্রীতম হাসান ও সালমান মুক্তাদিরকে নিয়ে স্যাটায়ার গল্পে এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। এর মধ্য দিয়ে প্রথমবার ওটিটি প্লাটফর্মের জন্য অরিজিনাল নির্মাণ করেছেন তিনি।

‘ইউটিউমার’ প্রসঙ্গে নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘ইউটিউমার’ নির্মিত হয়েছে সমসাময়িক গল্প নিয়ে। ভার্চ্যুয়াল জগৎ ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগ, সেসব নিয়েই এই ছবির গল্প। বলা যায় স্যাটায়ার গল্প।’

আদনান আল রাজীব আরো জানান, ‘যারা ইউটিউবিং করে, তাদের মধ্যে অনেক ফেইক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা, পরিচিতি পাওয়া; মূলত তাদের নিয়েই এই গল্প। আশে পাশে অনেক সিরিয়াস বিষয় নিয়ে কাজ হচ্ছে। এবার ভাবলাম সিরিয়াস গল্প থেকে বের হয়ে একটু কমেডি কিছু করি। সেই জায়গা থেকে ‘ইউটিউমার’ কে ড্রামা প্লাস কমেডি অর্থাৎ ড্রামেডি বলা যায়। দর্শকরা বিনোদিত হবেন বলতে পারি।’

কিছুদিন আগেই চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দিয়েছিলেন, ১২ মাসে ১২টি অরিজিনাল ফিল্ম নিয়ে আসবে চরকি। সেই প্রতিশ্রুতির সূত্র ধরে উদ্বোধনী মাসের ছবি হিসেবে ‘ইউটিউমার’–এর নাম প্রকাশ পেল।

৬ মাস ও ১ বছরের সাবস্ক্রিপশন কিনলে ‘ইউটিউমার’–এর পাশাপাশি চরকির অন্য প্রিমিয়াম কনটেন্টগুলোও দেখার সুযোগ মিলবে। এ ছাড়াও শুধু ইউটিউমার দেখতে চাইলে একটি টিকিট কিনেও দর্শক উপভোগ করতে পারবেন কনটেন্টটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ