বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২২ ঘন্টা পর ডুবে যাওয়ার পার্শ্ববর্তী স্থানে ভেসে উঠেছে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র রমজান আলীর লাশ। বৃহস্পতিবার রাত সড়ে দশটার দিকে তার লাশ ভেসে উঠলে আত্মীয় তা উদ্ধার করে নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের পেশকার পাড়া এলাকার রবিউল ইসলামের স্কুল পড়–য়া ছেলে রমজান আলী বুধবার দুপুর একটার দিকে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে রমজান আলী পানিতে তলিয়ে যায়। এসময় তার অপর বন্ধু সাজিদকে স্থানীয় লোকজন করতে পারলেও রমজান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে বদরগঞ্জ ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা করেও রমজান আলীকে উদ্ধার করতে পারেনি। এর পর থেকে রমজান আলীর বাবা-মা নদীর তীরেই ছেলের অপেক্ষায় আহাজারী করতে থাকে। বুক চাপড়াতে চাপড়াতে রমজানের মা বার বার জ্ঞান হারিয়ে ফেলেন। শত চেষ্টা করেও তাকে নদীর তীর থেকে বাড়িতে নেয়া সম্ভব হয়নি। তার আহাজারীতে আকাশ ভারী হয়ে ওঠে। অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে ২০/২৫ গজ দুরে আপনা থেকেই রমজান আলীর লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সে কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।
এলাকাবাসীর দাবী, দক্ষ ডুবুরি দল দিয়ে চেষ্টা করা হলে তাকে আগেই উদ্ধার করা সম্ভব ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।