প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে বৃহস্পতিবার (৮ জুলাই) মধ্যরাতে মুক্তি পেয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। বাংলাদেশের দর্শকরা সিরিজটি দেখতে পারবেন একেবারে বিনামূল্যে। তবে দেশের দর্শকরা যেন কোনো রকম বিরক্তি ছাড়া নিরবিচ্ছিন্নভাবে সিরিজটি দেখতে পারেন, স্ট্রিমিং হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে সেই অনুরোধ রাখলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই অনুরোধ জানান ফারুকী।
স্ট্যাটাসে এই নির্মাতা লেখেন, ‘বাংলাদেশের দর্শকদের জন্য আমার ছোট্ট একটা কথা! যদিও জি ফাইভে বৃহস্পতিবার রাত বারোটা থেকে ফ্রি দেখা যাবে ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’, তবুও বিজ্ঞাপন থেকে মুক্ত থেকে সিরিজটা দেখার জন্য আমি অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে দেখেন! ফ্রি দেখতে গেলে বিজ্ঞাপন থাকবে এবং সেটা বিন্জিংয়ের জন্য আদর্শ না!’
ফারুকী লেখেন, ‘যারা সত্যিকারের বিন্জিংয়ের আমেজে কাজটা দেখতে চান, আমি বলব সাবস্ক্রাইব করে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়া দেখেন প্লিজ! এক মাসে মাত্র ষাট টাকা দিয়ে পাঁচজন ইউজার পাঁচটা আলাদা ডিভাইসে দেখতে পারবেন!’
জি ফাইভ গ্লোবাল থেকে ইউএসএ, ইউকে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাবস্ক্রাইব করে সিরিজটি দেখা যাবে।
‘লেডিস এন্ড জেন্টলম্যান’ প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ, এরআগে তিনি প্রযোজনা করেছেন ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। সিরিজটির সহ-প্রযোজক হিসেবে আছেন ইরেশ যাকের ও সরদার সানিয়াত হোসেন। জি-ফাইভের জন্য ছবিয়াল ও গুড কোম্পানির যৌথ পরিবেশনা ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।
সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চ্যাটার্জী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন এবং চঞ্চল চৌধুরী প্রমুখ!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।