মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাক ও সিরিয়ায় ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যক্তি ও সেনসদস্যদের লক্ষ্য করে ৩টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে দুজন আমেরিকান সার্ভিস সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা বলেছেন, বুধবার ইরাকে অবস্থিত এক মার্কিন বিমান ঘাঁটিতে কমপক্ষে ১৪ রকেট ছোঁড়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে বিশ্লেষকদের দাবি, ঘটনাটি ইরান সমর্থিত মিলিশিয়ারা ঘটিয়ে থাকতে পারে। গত মাসে ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় তাদের চার সদস্য নিহত হওয়ার পর থেকেই এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো ইরানের সাথে জোটবদ্ধ ইরাকি মিলিশিয়া গ্রæপগুলো। ধারণা করা হচ্ছে, হামলাটি ওই ঘটনার সাথেই সম্পর্কযুক্ত। মার্কিন সেনা কর্নেল ওয়েন মারোত্তো জানান, পশ্চিম ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট হামলায় দুজন আহত হয়েছেন। রকেটগুলো সেনাঘাটি ও তার আশেপাশে আঘাত হেনেছে। এদিকে, বৃহস্পতিবার ভোরে বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে মার্কিন দূতাবাসে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।