Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সাসপেন্ড হলেন ট্রাম্পের সহযোগী রুডি জুলিয়ানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৭:২৫ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার আইনি টিমের অন্যতম সদস্য রুডি জুলিয়ানি ওয়াশিংটন ডিসিতে আইন প্রাকটিস থেকে সাসপেন্ড করা হয়েছে। গত মাসে নিউ ইয়র্কে রুডি জুলিয়ানির আইনি পেশা পরিচালনার লাইনেন্স সাসপেন্ড করা হয়। সেকথা বুধবার তুলে ধরে ওয়াশিংটন ডিসির আপিল আদালত ওই রায় দেয়।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এর আগে গত মাসে নিউ ইয়র্কের আদালত থেকে তার বিরুদ্ধে একই রকম আদেশ দেয়া হয়। এবার যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত সেই রায় বহাল রেখেছে। ফলে আপাতত ওই নির্দেশ আদালত থেকে প্রত্যাহার না করা পর্যন্ত রুডি জুলিয়ানি ওয়াশিংটনে আইনি প্রাকটিস করতে পারবেন না। উল্লেখ্য, গত প্রেসিডেন্ট নির্বাচনে প্রমাণহীন ভোট কারচুপির অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে তাল মিলান রুডি জুলিয়ানিসহ তার আইনজীবী দল। মিথ্যা তথ্য দিয়ে এবং বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে তারা আদালত, আইন প্রণেতা এবং জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন বলে রুডি জুলিয়ানির বিরুদ্ধে ওই রায় দেয়া হয়।

জুনে নিউ ইয়র্কের আদালত দেখতে পায় যে, জুলিয়ানি আদালতে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। তিনি বলছেন, নির্বাচনের ফল চুরি করা হয়েছে। এর প্রেক্ষিতে জুলিয়ানির লাইসেন্স বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। নিউ ইয়র্ক আপিলেট ডিভিশন গত ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে নৃশংস দাঙ্গার উল্লেখ করে বলেছে, জুলিয়ানি যে মিথ্যা তথ্য দিয়েছেন তা জনগণের স্বার্থের পরিপন্থী এবং একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা নষ্ট করবে। রায় দেয়ার পর ২৪ শে জুন জুলিয়ানি বলেন যে, তিনি এই সাসপেনশনের বিরুদ্ধে লড়াই করতে আদালতে যাবেন। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ