Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক অস্থিরতা, হাইতিকে সাহায্যের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৫:২৯ পিএম

প্রেসিডেন্ট জোভেনেল মোসি সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর থেকে হাইতিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতা কাটিয়ে উঠতে যেকোনো ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জানা গেছে, গত বুধবার বন্দুকধারীরা মোসির ব্যক্তিগত বাসায় হামলা চালিয়ে তাকে হত্যা করে। এই হামলায় তার স্ত্রী আহত হয়েছেন। মোসি নিহত হওয়ায় সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ। তিনি জনসাধারণের চলাচলের ওপর অবরোধ আরোপ করেছেন। এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি শান্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া অভিযোগ উঠেছে, মোসির ওপর যারা হামলা চালিয়েছেন, তারা মার্কিন মাদক নিয়ন্ত্রণ দপ্তরের এজেন্ট। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। মোসিকে হত্যার মধ্য দিয়ে হাইতিতে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও। তিনি এক টুইট পোস্টে লিখেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হাইতির জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’ এ ছাড়া সংলাপের মধ্য দিয়ে দেশটিতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করার আহ্বান জানিয়েছেন তিনি। যথাসময়ে এই নির্বাচন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। সূত্র: রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ