মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির সার্ফসাইডের সেই ভবনধসের দুই সপ্তাহ পেরিয়েছে। এই ধংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের অভিযান শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাউথ ফ্লোরিডা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা নিখোঁজ ব্যক্তিদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এ মুহূর্তে মরদেহ খুঁজে বের করার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মিয়ামি-ডাড শহরের অ্যাসিস্ট্যান্ট ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের বৈঠকের পর উদ্ধারের অভিযান শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবন বাঁচাতে দুই সপ্তাহ ধরে আমরা দিনরাত এক করে কাজ করেছি। এখন নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। এ অবস্থায় উদ্ধারকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সার্ফসাইডের সেই ধসে যাওয়া ভবন থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারে ১২ ঘণ্টা করে দিনরাত দুই শিফটে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছিলেন ইসরায়েল ও মেক্সিকোর উদ্ধারকারীরাও। তবে মৌসুমি ঝড় ‘এসলা’র প্রভাবে উদ্ধারকাজে বেশ সমস্যা হয়। এরপর গতকাল সাউথ ফ্লোরিডার কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয়।
গত ২৪ জুন ভবনধসের পর থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। এর মধ্যে গতকালই ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ৮৬ জন। ভবনটি ধসে পড়ার সময় বাসিন্দাদের বেশির ভাগ ঘুমাচ্ছিলেন। উদ্ধারকাজের সময় অনেকের মরদেহ বিছানার ওপর মিলেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
১৯৮০ সালে ওই ভবন নির্মাণ করা হয়েছিল। এতে ১৩০টি ইউনিট ছিল। প্রথমে এর অর্ধেক ইউনিট ধসে যায়। পরে বাকি ইউনিটগুলো ভেঙে ফেলা হয়। ধসে যাওয়া ওই ভবনের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। ভবনটির মূল নকশায় ত্রুটি ছিল বলে জানিয়েছিলেন তাঁরা। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।