Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেদারল্যান্ডসে অপরাধ বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৮:২৮ পিএম

নেদারল্যান্ডসের অপরাধ বিষয়ক সিনিয়র সাংবাদিক পিটার আর ডে ভ্রাইসকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি টক শো শেষ করে বাড়ি ফিরছিলেন, এমন সময় আততায়ীরা তাকে রাস্তাতেই গুলি করে। জানা গেছে, পিটারের কপাল লক্ষ্য করে পাঁচবার গুলি চালানো হয়। এই হত্যাকাণ্ডের খবরে শোকের ছায়া নেমে এসেছে নেদারল্যান্ডসের সাংবাদিক মহলে। -ডয়চে ভেলে

দেশটির প্রধানমন্ত্রীও শোকবার্তা প্রকাশ করেছেন। ৬৪ বছরের পিটার সাংবাদিক মহলে কালো ঘোড়া হিসেবে পরিচিত ছিলেন। ভয় বলে কোনো বিষয়ই তার ছিল না। লম্বা ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ ক্রাইম স্টোরি করেছেন। যার জন্য তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তিনি টিভিতে নেদারল্যান্ডসের বড় বড় অপরাধীদের নিয়ে একটি অনুষ্ঠান করতেন। এরকম বিভিন্ন কারণে পিটারের জীবনের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়। যদিও বিষয়টিকে কখনোই বিশেষ গুরুত্ব দেননি পিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেদারল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ