মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (মঙ্গলবার) বেইজিং থেকে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এক ভিডিও বৈঠক করেছেন।
বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন নেদারল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। নেদারল্যান্ডের সঙ্গে দু’দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে ত্বরান্বিত এবং দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ সৃষ্টি করবে চীন।
লি খ্য ছিয়াং বলেন, নেদারল্যান্ডের সঙ্গে রাজনৈতিক আস্থা বাড়াতে সংলাপ ও যোগাযোগ জোরদার, টেকসই বাণিজ্য, সড়ক যোগাযোগ, উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব ভিত্তিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন।
প্রধানমন্ত্রী রুট বলেন, চীনের সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তির সুযোগে বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক তার দেশ। সূত্র: গ্লোবাল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।