প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিয়ে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী সাবিলা নূর। এতটা জটিলতায় হয়তো আগে কোনো দম্পতি পড়েনি। সব চূড়ান্ত হয়েও বারবার ভাঙছে! তবে এটি আসলে বাস্তবে নয়, নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় ‘বিয়ে বিড়ম্বনা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব-সাবিলা। জান্নাতুল ফিরদৌস লাবণ্যর চিত্রনাট্যে নাটকটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির চিত্রায়ন।
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘গল্পটি খুব মজার। খুনসুটিতে ভরা, আবার গভীর প্রেমও রয়েছে। এগুলো আসলে সবার জীবনেই কম-বেশি ঘটেছে, ঘটছে এখনও। চেষ্টা করেছি বিয়ে ভাঙা-গড়ার এসব ছোট ছোট ঘটনা নিয়ে অন্যরকম একটা বিড়ম্বনার গল্প বলতে। ঈদের কাজ হিসেবে, এটা একটু অন্যরকম হবে বলে আশা করছি।’
মজার গল্পে নির্মিত এ নাটকে দেখা যাবে, অপূর্ব-সাবিলার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত। তাদের মধ্যে আলাপ হচ্ছে তাদের অনাগত সন্তান নিয়ে। বাচ্চা হলে নাম কী হতে পারে! দু’জনে দুটো নাম বললেন। কেউ কারোটা একসেপ্ট করলেন না। দু’জনেই সিদ্ধান্ত নিলেন এই বিয়ে করবেন না! এভাবে অনেকবার তারা বিয়ে ঠিক করে আবার সেটি ভেঙেছেন। এভাবেই এগিয়ে যায় গল্প। যার শেষটা আরও ভয়ংকর!
জানা যায়, গল্পের শেষের দিকে অপূর্ব-সাবিলা দু’জনেই আলাদাভাবে মুখোমুখি হন গুণ্ডা বাহিনীর! পরিণতি জানতে হলে দেখতে হবে ‘বিয়ে বিড়ম্বনা’।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, গল্পের ভিন্নতার জন্যই এ নাটকটি দর্শক গ্রহণ করবে। অপূর্ব-সাবিলা তাদের সাধ্যমতো সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন। কাজটি প্রশংসিত হবে বলেও বিশ্বাস করেন তিনি।
তিনি আরো জানান, ঈদ লক্ষ্য করে ‘বিয়ে বিড়ম্বনা’সহ ডজনখানেক তারকাবহুল নাটক নির্মাণ হয়েছে সিএমভির ব্যানারে। যা ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।