Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধিনিষেধ অমান্য করে শুটিং, মুচলেকা দিয়ে রেহাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১১:৪৮ এএম

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এর মাঝেই লকডাউনের বিধিনিষেধ অমান্য করে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে ফাঁকা রাস্তায় নাটকের শুটিং করছিলেন পরিচালক নাসির উদ্দিন মাসুদ। খবর পেয়ে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ শুটিং দলের আরও কিছু মানুষকে থানায় নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ। পরে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান আটকরা।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, ‘খিলগাঁওয়ের সি ব্লকে প্রায় ১৩ জনের একটি শুটিং টিম করোনার ওপর প্রামাণ্যচিত্রের শুটিং করছিলেন। যেহেতু দেশব্যাপী কঠোর লকডাউন চলছে এর মধ্যে ভিড় জমিয়ে শুটিং করায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে যাই। আমরা পরিচালকের কাছে শুটিং করার অনুমতি আছে কি না জানতে চাই এবং কাগজপত্র দেখাতে বলি। তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। লকডাউনের নিয়ম অমান্য এবং ভিড় জমিয়ে শুটিং করার কারণে আমরা তাদের থানায় নিয়ে আসি। পরে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।’

জানা যায়, তাদের ছাড়িয়ে আনতে থানায় গিয়েছিলেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।

অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘হ্যাঁ, খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি পরিচালকসহ শুটিংয়ের আরও কিছু মানুষ সেখানে ছিল। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ খুবই ভালো মানুষ। তার সঙ্গে কথা বলে সেদিনই সবাইকে ছাড়িয়ে নিয়ে আসি।’

উল্লেখ্য, দেশে চলমান কঠোর লকডাউনে সিনেমার শুটিং বন্ধ থাকলেও শর্ত সাপেক্ষে চালু রয়েছে নাটকের শুটিং। সেই শর্ত হলো, শুটিং হাউজ ছাড়া বাইরের কোনো লোকেশনে শুটিং করা যাবে না। এই বিধিনিষেধ না মেনে আটক হন ওই শুটিং টিম। নিয়ম ভেঙে বাইরে শুটিং না করতে আগেই সতর্ক করেছেন শিল্পী নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ