Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৯:৫৯ এএম | আপডেট : ২:০২ পিএম, ৭ জুলাই, ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। মঙ্গলবার (৬ জুলাই) রাতে তৌসিফের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান তার স্ত্রী জারা মাহবুব।

অভিনেতার স্ত্রী এক ফেসবুক বার্তায় লিখেছেন, ‘সবাইকে জানাতে চাচ্ছি যে, তৌসিফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অনুগ্রহ করে সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।

জানা গেছে, গত দুদিন তৌসিফের শরীর জ্বর ছিল।এক পর্যায়ে করোনা টেস্ট করায়। তারপর রেজাল্ট পজিটিভ আসে তার। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তৌসিফ।

এর আগে গত বছরের নভেম্বরে তৌসিফপত্নী ও তার শ্বশুরবাড়ির সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময় অভিনেতা নিজেও আক্রান্ত বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তৌসিফ জানিয়েছিলেন, স্ত্রীর সেবা করেও ভাইরাসটিতে আক্রান্ত নন তিনি। তার রিপোর্ট নেগেটিভ। তবে এবার আর রক্ষা পেলেন না 'ব্যাচেলর পয়েন্ট'খ্যাত এই তারকা।

উল্লেখ্য, তৌসিফ মাহবুব প্রথমে র‌্যাম্পের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। এরপর ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার ৪ বছর পর ২০১৩ সালে রাজিবের পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে প্রথম কাজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ