Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক দিন পর প্রমিথিউসের বিপ্লবের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

দেশের এক সময়ের শ্রোতাপ্রিয় রক ব্যান্ড দল প্রমিথিউস-এর ভোকাল বিপ্লব অনেক আগে গান ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তিনি এখন সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে গান তিনি পুরোপুরি ছাড়তে পারেননি। কদাচ গান করেন। সম্প্রতি তার এমনই এক গান প্রকাশিত হয়েছে। বিপ্লবের গাওয়া পাখি শিরোনামের নতুন গানটি তার ইউটিউব চ্যানেল বিপ্লব প্রোতে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রাজু চৌধুরী ও বিপ্লব। সুর ও সংগীত করেছেন বিপ্লব নিজেই। বিপ্লব বলেন, প্রবাসে থেকেও শ্রোতাদের কথা ভুলে থাকতে পারি না। যখনই সময় পাই নতুন গানের আয়োজন করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই পাখি গানটি করেছি। এটি রক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। তিনি বলেন, গানটি ভিডিও আকারে রিলিজ করার পরিকল্পনা ছিল। কিন্তু ভিডিও করতে অনেক দেরি হচ্ছে। মানুষ বারবার গানটি প্রসঙ্গে জানতে চাইছেন। তাই অডিও ও ছবি দিয়ে এটি প্রকাশ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ