Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালাবদলের পর বর বদল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১০:১৭ এএম

২ জনের সঙ্গে মালাবদল। গেলেন একজনের সঙ্গে। আর এতে ঘটে নানা বিপত্তি। থানায় অভিযোগ হাজির পুলিশ।

জানা যায়, একই দিনে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে উপস্থিত পাত্ররা। তবে একসঙ্গে নয়। সামান্য আগে-পরে। প্রথম পাত্রের গলায় মালা পরিয়ে দেয় কনে। কিছুক্ষণ পরেই দ্বিতীয় পাত্র হাজির। তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসে ওই কনে।

তবে একজনকে মালা পরালেও আরেকজনকে বিয়ে করে তার সঙ্গে শ্বশুরবাড়ি গেলেন কনে। এমন ঘটনার সাক্ষী রইলেন ভারতের উত্তরপ্রদেশের ইটা জেলার সিরোঁ নামক গ্রামের বাসিন্দারা।

তবে কনের ‘মন জিতলেও’ এর মধুর সমাপ্তি ঘটেনি। নাবালিকা বিয়ের অভিযোগে পাত্র ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে কনের বাবা ও চাচাসহ পরিবারের অন্য সদস্যরা। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

ঝামেলা শুরু করে প্রথম পাত্র ও তার পরিবার। খবর দেওয়া হয় পুলিশকেও। বিপাকে পড়ে নবদম্পতির পরিবার। দ্বিতীয় পাত্র ও তার স্বজনদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কনের বাবা ও চাচাকে নেওয়া হয় পুলিশি হেফাজতে।

প্রতিবেদন অনুযায়ী গোটা ঘটনায় রীতিমতো হতবাক সিরোঁ গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, বিয়ের নামে লোকঠকানোয় জড়িত ওই পরিবার। তাছাড়া, কনে নাবালিকা। ফলে এ অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বেন কনে ও পাত্র— দুপক্ষই!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ