Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিয়ের আসরে বরকে ইচ্ছেমতো জুতোপেটা!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১০:০৭ এএম

নানা জাত-গোত্রের কারণে ভারতে বিচিত্র সব ঘটনা ঘটে। এবার এমনি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। মালাবদল করছিলেন বর। হঠাৎই আসরে ঢুকে বরকে ইচ্ছেমতো জুতোপেটা করলেন এক নারী। আর সেই জুতোপেটার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে হমিরপুর জেলার এক বিয়ের আসরে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিয়ে শেষে বর-কনে যখন মালাবদল করছিলেন, তখন হঠাৎ এক নারী মঞ্চে উঠেন। তিনি ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে দিয়ে পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছেমতো বরকে জুতা দিয়ে মারতে থাকেন।

সে সময় উপস্থিত অতিথিরা ওই ঘটনা ভিডিও করে রাখে। পরে জানা যায়, ওই নারী বরের মা। ছেলে নিচু গোত্রে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে তিনি বিয়ের আসরেই নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান।

প্রকাশিত প্রতিবেদনে এও বলা হয়েছে, আগে থেকেই ছেলেটির মা এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু ছেলেটি আগেই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের আসরেই পুরোনো ক্ষোভ মাথা চাড়া দিয়ে ওঠে বরের মায়ের। তার তাতেই এই কাণ্ড ঘটান তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস



 

Show all comments
  • Anonymous ৬ জুলাই, ২০২১, ১১:১৯ এএম says : 0
    দারুন একটা আতংক ছড়িয়ে দিল বড়ের মা
    Total Reply(0) Reply
  • সাবরিনা সাবা ৬ জুলাই, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
    মজা পাইলাম
    Total Reply(0) Reply
  • নুরজাহান ৬ জুলাই, ২০২১, ৪:৩৯ পিএম says : 0
    এখনও উঁচু গোত্র নিচু গোত্র আছে ?
    Total Reply(0) Reply
  • কিরন ৬ জুলাই, ২০২১, ৪:৪০ পিএম says : 0
    এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো
    Total Reply(0) Reply
  • চৌধুরী হারুন আর রশিদ ৬ জুলাই, ২০২১, ৪:৪৩ পিএম says : 0
    ওরা যে কবে উঁচু গোত্র নিচু গোত্র এই ভেদাবেদ থেকে বেরিয়ে আসবে ?
    Total Reply(0) Reply
  • Jahangir Kabir Bappi ৬ জুলাই, ২০২১, ৫:৩৫ পিএম says : 0
    এসব জাত পাতের বালাই এখনো করবে ভাই তোমরা।এসব থেকে বেরিয়ে এসো,দ্যাখো বাইরের পৃথিবী অনেকটুকু এগিয়ে গেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ