বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেবোনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মো. রাহুল (১৪) আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের কোয়াটারে এ ঘটনা ঘটে। মো. রাহুল পিতার নাম মো. দেলোয়ার হোসেন। সে ওই এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় হলেও তার পিতা মো. দেলোয়ার হোসেন চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের ইলেকট্টিক মিস্ত্রি হিসেবে কর্মরত আছেন। চাকরির সুবাধে তারা দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ড কেমিক্যালের কোয়াটারে বসবাস করছে। সন্ধ্যায় বড় বোনের সাঙ্গে রাহুলের তর্ক-বিতর্ক হয়। অভিমান করে সকলের অজান্তে রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রাহুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।