Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরো কাপ ও কোপা আমেরিকার উত্তাপ সোশ্যাল মিডিয়ায়

শাহেদ নুর | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৮:৫৮ পিএম

চলছে দুই জনপ্রিয় ফুটবল ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো কাপ ২০২১। ফুটবলপ্রেমীদের আগ্রহের তুঙ্গে থাকা এই দুই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উত্তাপ সোশ্যাল মিডিয়ায়। পছন্দের দল, প্রিয় খেলোয়ারসহ এসংক্রান্ত নানা বিষয় নিয়ে চলছে আলোচনা, সমালোচনা কিংবা বিতর্ক।

ইতোমধ্যেই সেমি ফাইনালের দলসমূহ নির্ধারিত হয়ে গেছে। ফলে আবেগ, উৎকণ্ঠা আর উচ্ছ্বাস ক্রমেই বাড়ছে। ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় দলের জয়ের প্রত্যাশা করে নানা কথা লিখছেন নেটিজেনরা।

ইংল্যান্ডে চলছে ইউরো কাপ ২০২১। ১১ জুন থেকে শুরু হওয়া ২৪ দলের জম্পেশ লড়াই এখন একদম শেষের পথে। সেরা চার দল জায়গা করে নিয়েছে ইউরো কাপের সেমি-ফাইনালে। মঙ্গলবার (৬ জুলাই) স্পেনের বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অপরদিকে বুধবার (৭ জুলাই) ডেনমার্কের বিপক্ষে খেলবে স্বাগতিক ইংল্যান্ড।

সর্বশেষ সেমির জয়ী দুই দল ১১ জুলাই ইউরো কাপের ফাইনালে লড়বে। ইউরোপ সেরার শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়- সেটা নিয়েই সোশ্যাল মিডিয়াজুড়ে নানা জল্পনা-কল্পনা।

এদিকে ১৩ জুন থেকে শুরু হয় চলেছে বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। একশো বছরেরও পুরোনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে এখন সেমি-ফাইনালে আছে ৪ দল। পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা।

মঙ্গলবার (৬ জুলাই) সেমিতে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে পেরু। অপরদিকে বুধবার (৭ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনালও ১১ জুলাই।

কোপা আমেরিকার সেমি-ফাইনালের চার দলের মধ্যে ফেবারিট দল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ৯ বার কোপা আমেরিকা কাপ বিজয়ী ব্রাজিল এবং ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ১৪ বার কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনা। নেট দুনিয়ায় অনেকেই প্রত্যাশা করছে এই দুই দলের মধ্যেই ফাইনাল হবে। আর সেটা হলে ফুটবলের ইতিহাসে ওই ম্যাচটি হবে অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ।

সোশ্যাল মিডিয়ার আলোচনায় দলের পাশাপাশি খেলোয়ারদের মধ্যে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্তিয়ানো রোনালদো শীর্ষে রয়েছেন।

এই দুই টুর্নামেন্ট প্রসঙ্গে আনিকা অনু ফেইসবুকে লিখেন, ‘আমার কেন যেন মনে হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন হবে ইটালি আর কোপা চ্যাম্পিয়ন হবে আমাদের কিং মেসির দেশ আর্জেন্টিনা।’

একটি পরিসংখ্যান তুলে ধরে এমডি কামাল হোসেন লিখেন, ‘একবিংশ শতাব্দীতে ব্রাজিল-আর্জেন্টিনা মোট চারটি টূর্ণামেন্টে মুখোমুখি হয়েছে। চারটি টূর্ণামেন্টে ৩ বার ফাইনাল এবং ১ বার সেমি-ফাইনাল ম্যাচে পরস্পরের দেখা হয়েছে। ৪ টি ম্যাচেই আর্জেন্টিনা লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। কোপা আমেরিকা ফাইনাল/২০০৪ : ব্রাজিল ৪ - ২ আর্জেন্টিনা (টাইব্রেকার), কনফেডারেশন কাপ ফাইনাল/২০০৫ : ব্রাজিল ৪ - ১ আর্জেন্টিনা, কোপা আমেরিকা ফাইনাল/২০০৭ : ব্রাজিল ৩ - ০ আর্জেন্টিনা এবং কোপা আমেরিকা সেমি-ফাইনাল/২০১৯ : ব্রাজিল ২ - ০ আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকার ফিক্সচার অনুযায়ী আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আর্জেন্টিনা কি এই শতাব্দীতে ব্রাজিলের বিপক্ষে তাদের দুঃখ ঘোচাতে পারবে! সেটা দেখার অপেক্ষায় পুরো পৃথিবী।’

রবিন হাসান লিখেন, ‘অপেক্ষা ফাইনালের....ব্রাজিল বনাম আর্জেন্টিনা, কে সেরা প্রমাণ হয়ে যাবে!’

আশিক মুর্তজা শোভন লিখেন, ‘আমি একজন ব্রাজিল সমর্থক। মনেপ্রাণে চাচ্ছি এবার কাপটা মেসির হাতে উঠুক। কারণ এটাই তার শেষ সুযোগ। কিন্তু বর্তমানে পুরা আর্জেন্টিনা দলের যে পারফরম্যান্স তাতে ব্রাজিলের টিমের সাথে অন্তত টেক্কা দিতে পারবে না।’

স্বর্ণালী আক্তারের প্রত্যাশা, ‘বিশ্বের সেরা ফুটবলার হলেন একমাত্র মেসি। তাই এবারের বিশ্বকাপটা মেসির হাতে উঠবে।’

রোনালদোভক্ত আফরিন জামান নিশাত লিখেন, ‘ভালোবাসা যদি কোন বস্তু হতো,মানুষ যদি বিশ্বাস করতো যে সোনা রুপায় মোড়ানো কোন ট্রফি নয়,ভালোবাসাটাই হলো অর্জন। তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অর্জনের তালিকাটা হয়তো হিমালয় ছুঁয়ে যেতো। ইউরো তোমাকে সবসময়ই মিস করবে স্যার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ