নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ত্রিদেশীয় কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২০ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিফা উইন্ডো। এ সময়ের মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে ব্রুনাই ও সিশেলস। সোমবার দুপুরে জাতীয় দল কমিটির ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি’র সভাপতিত্বে এ সভায় যুক্ত ছিলেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন। আরও সংযুক্ত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সহ জাতীয় দল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভার সিদ্ধান্তক্রমে ত্রিদেশীয় কাপ টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩ মার্চ থেকে অনুশীলন শুরু হবে জাতীয় দলের। সভা শেষে এক ভিডিও বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন,‘আসন্ন ফিফা উইন্ডোতে দেশে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে বাফুফে। এ টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে খেলবে ব্রুনাই ও সিলেশস। খেলা হবে সিলেট জেলা স্টেডিয়ামে। সিলেটে এ টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
মার্চের ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় টুর্নামেন্টের তিনটি ম্যাচ ডে রাখা হয়েছে। ২২, ২৫ ও ২৮ মার্চ এ তিন ম্যাচ ডে’তে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে। তিন দলই দু’টি করে ম্যাচ খেলবে। ত্রিদেশীয় টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ থাকছে না। প্রতিটি ম্যাচই ফিফার টায়ার-১ স্বীকৃতি পাবে।
মার্চ উইন্ডোর জন্য শিঘ্রই ঘোষণা করা হবে জাতীয় দলের নাম। জাতীয় দল গঠন সম্পর্কে কাজী নাবিল বলেন, ‘আমাদের প্রধান কোচ ও কোচিং স্টাফ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করছে। লিগের প্রথম লেগ শেষ হওয়ার দুই-তিন দিন পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্প ঢাকা অথবা সিলেটে হতে পারে।’
তবে বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ঢাকা এবং সিলেটে ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও বাফুফে চেষ্টা করবে কাতার অথবা সউদী আরবে জাতীয় দলের অনুশীলন করানোর। বাফুফের সঙ্গে কাতার এবং সউদী আরবের সুসম্পর্ক থাকায় তারা কয়েক সপ্তাহের জন্য আথিতেয়তা দিলে জামাল ভূঁইয়ারা দেশের পরিবর্তে মধ্যপ্রাচ্যেও অনুশীলন করতে পারেন। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,‘আমরা চেষ্টা করবো ফিফা উইন্ডোতে ম্যাচ খেলানোর আগে জাতীয় দলকে দেশের বাইরে অনুশীলন করাতে। এক্ষেত্রে কাতার ও সউদী আরব আমাদের পছন্দের তালিকায় রয়েছে। এ দুই দেশের মধ্যে যারা আমাদেরকে আথিতেয়তা দিতে রাজি হবে সেখানেই আমরা জাতীয় দলের ক্যাম্প করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।