Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়ের ফাঁদে পড়বেন না, ঐক্যের ওপর জোর দিলেন মোহন ভগত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

সব ভারতীয় নাগরিকদের ডিএনএ একই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগত। রবিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক প্রধান মুসলিমদের উদ্দেশে বলেন, ভারতে ইসলাম বিপদে রয়েছে এমন ভয়ের ফাঁদে পড়বেন না। ভারতে হিন্দু-মুসলিম ঐক্যের ওপর জোর দেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত সমাবেশে বলেন, হিন্দুস্তানি প্রথম, হিন্দুস্তান প্রথম। তিনি বলেন, কিভাবে প্রার্থনা করেন তার ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করা উচিত নয়। বিভিন্ন ঘটনায় যারাই সংঘবদ্ধ হত্যাকান্ডের ঘটনা ঘটাচ্ছেন তাদের উদ্দেশে হিন্দু জাতীয়তাবাদী নেতা মোহন ভগত বলেন, তারা হিন্দুত্ববিরোধী। তবে তিনি দাবি করেন এই মুহূর্তে সংঘবদ্ধ হত্যাকান্ডের ঘটনায় কিছু মিথ্যা মামলাও দায়ের হচ্ছে। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতে ইসলাম বিপদে পড়েছে এমন ভয়ের ফাঁদে পড়বেন না।’ ভারত ঐক্যবদ্ধ না হলে এই পরিস্থিতি তৈরি হবে না বলেও স্বীকার করেন আরএসএস প্রধান। তিনি বলেন, এই একতার ভিত্তি হবে জাতীয়তা আর পূর্বসূরিদের গৌরব। হিন্দু-মুসলমান সংঘাতের একমাত্র সমাধান আলোচনা বলেও জোর দেন তিনি। তিনি বলেন, ‘ধর্ম নির্বিশেষে সব ভারতীয়ের ডিএনএ এক। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এখানে হিন্দু কিংবা মুসলমানের আধিপত্য থাকতে পারে না। আধিপত্য কেবল ভারতীয়দের।’ বক্তব্যের শুরুতেই মোহন ভগত দাবি করেন তিনি নিজের ভাবমূর্তির উন্নয়ন ঘটাতে কিংবা ভোট ব্যাংক রাজনীতি করতে সেখানে যাননি। মোহন ভগত দাবি করেন, ‘সংঘ রাজনীতি করে না আর ভাবমূর্তির ধার ধারে না। তিনি বলেন, সংঘ পরিবার জাতিকে শক্তিশালী এবং সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ