Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক নিয়ে সেলফি অতঃপর গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

হাতে ফেন্সিডিল নিয়ে সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সমালোচনার ঝড় তোলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা খোর্দ্দা গ্রামের শিহাব হোসেন সাবুর ছেলে দিলদার হোসেন। গত জুন মাসের মাঝামাঝি গভীর রাতে দিলদার নিজের ফেসবুক আইডিতে এমন ছবি পোস্ট করেছিল।

বিভিন্ন নামের ফেসবুক ফেক আইডি থেকে ভারতের নানা ব্রান্ডের মদের বোতল হাতে ও মদ্যপানের ছবিও ফেসবুকে দেখা যায়। ফেসবুকে এমন ছবি পোস্ট করায় উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাঘা ও মিনারুলকে পুলিশ গ্রেফতার করে। কিন্ত দিলদার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে সে দীর্ঘদিন ঢাকা সহ বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। অবশেষে ফেন্সিডিল সেলফি দিলদার আবার মাদক ব্যবসার জন্য এলাকায় ফিরে এলে গত শনিবার বিকালে উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ফেসবুকে এমন ছবি পোস্টের অপরাধে উপজেলার গোপালপুর এলাকার বাঘা ও মিনারুলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। দিলদার পালিয়ে বেড়ালেও আটাপাড়া থেকে গ্রেপ্তার কারাগারে প্রেরণ করা হয়। তাদের সবার নামে একাধিক মাদক মামলা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ