Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মুক্তির উৎসব যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গতকাল ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসে ‘করোনাভাইরাসকে হারানোর’ উৎসব উদযাপন করেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন হাজারখানেক আমন্ত্রিত অতিথি। অতিথিদের মধ্যে জরুরি ও অপরিহার্য সেবায় সংশ্লিষ্ট কর্মী, সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। গত বছর লকডাউনের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন আয়োজনের কথা চিন্তাও করা যেত না। খবর নিউ ইয়র্ক টাইমস। স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ লনে এ অনুষ্ঠানের পাশাপাশি ন্যাশনাল মলে ছিল আতশবাজির প্রদর্শনী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীনতা দিবসে বাইডেন যতই ‘করোনা মুক্তির’ উৎসব করুন না কেন, তার সামনে সংকট ও মাথাব্যথা সৃষ্টি হওয়ার মতো বেশ কিছু বিষয় অপেক্ষমাণ। তার মধ্যে রয়েছে- আবহাওয়া পরিবর্তন ইস্যু মোকাবিলা, বিভক্ত কংগ্রেস এবং প্রতিশোধপরায়ণ আচরণ করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামলানো ইত্যাদি। এক বছর আগেও বিশ্বে করোনা মহামারিতে সবচেয়ে বেশি মৃত্যুর হার ছিল যুক্তরাষ্ট্রে। তবে বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত ছয় মাসে দেশটিতে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অর্থনীতির চাকাও হয়েছে সচল। পূর্বসূরি ট্রাম্পের চেয়ে করোনার ব্যাপারে বাইডেনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্কের ব্যবহার ও টিকাদান কর্মসূচিকে খুব একটা গুরুত্ব দেননি ট্রাম্প। কিন্তু ক্ষমতায় এসেই এ দুই বিষয়ে ব্যাপক জোর দিয়েছেন বাইডেন। বিশেষ করে গণটিকাদান কর্মসূচি অনেকটাই সাফল্যের সাথে এগিয়ে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। একই সাথে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার ও করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’ কংগ্রেসের অনুমোদনক্রমে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বাইডেন। যদিও এসব পদক্ষেপ এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি তিনি। করোনা থেকে দেশকে মুক্ত করতে বাইডেনের অন্যতম লক্ষ্য ছিল পূর্ণবয়স্ক ব্যক্তিদের ৭০ শতাংশকে ৪ জুলাইয়ের মধ্যে করোনার অন্তত এক ডোজ টিকাদানের বিষয়টি নিশ্চিত করা। এই লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত না হলেও প্রায় কাছাকাছি পৌঁছাতে পেরেছেন তিনি। সাউথ লনে ‘করোনা মুক্তি’র উৎসব আয়োজন প্রসাথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আপনি টিকা নিয়ে থাকলে আমরা বলতে চাই যে আপনি নিরাপদ।’ কিন্তু বিশ্লেষকদের মতে, চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতাগ্রহণের সময় বাইডেনের সামনে বৈশ্বিক মহামারি ছাড়াও বেশকিছু নজিরবিহীন সমস্যা ছিল। নিউ ইয়র্ক টাইমস।



 

Show all comments
  • Md Rajon ৫ জুলাই, ২০২১, ১:১৭ এএম says : 3
    করোনা থেকে এত সহজে মুক্তি পাওয়া যাবে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ৫ জুলাই, ২০২১, ১:১৮ এএম says : 1
    শুনলাম ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন, এখন আবার মুক্তির উৎসব করে।
    Total Reply(0) Reply
  • নূরুজ্জামান নূর ৫ জুলাই, ২০২১, ১:১৯ এএম says : 0
    মহান আল্লাহর পথে ফিরে আসুন, তার কাছে ক্ষমা চান এবং তারই শুকরিয়া আদায় করুন।
    Total Reply(0) Reply
  • হাদী উজ্জামান ৫ জুলাই, ২০২১, ১:১৯ এএম says : 0
    আবার নতুন কোন ভ্যারিয়েন্ট এসে সব এলোমেলো করে দেবে তখন এই উৎসব বৃথা যাবে।
    Total Reply(0) Reply
  • নোমান মাহমুদ ৫ জুলাই, ২০২১, ১:২০ এএম says : 0
    মহান আল্লাহ তায়ালা আমাদের করোনা ভাইরাস থেকে স্থায়ীভাবে হেফাজত করুন।
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ৫ জুলাই, ২০২১, ১:২০ এএম says : 0
    এই সব উৎসবের কোনো মূল্য নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ