বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রায়পুরে মো. জাফর (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জুলাই) দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামে একটি নির্মাণাধীন ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জাফর একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, জাফরের তৃতীয় স্ত্রী সীমা আক্তার। শনিবার (৪ জুলাই) রাতে সীমাকে আনতে জাফর শ্বশুর বাড়িতে যায়। কিন্তু সীমা তার সঙ্গে আসতে অনীহা প্রকাশ করে। পরে রাতের খাবার খেয়েই তিনি শ্বশুর বাড়ি থেকে বের হন। শনিবার সকালে স্থানীয় মানুষ একটি নির্মাণাধীন টিনের ঘরের আড়ার সঙ্গে জাফরের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে জাফর তিন বিয়ে করেছেন। তৃতীয় স্ত্রী সীমাকে শ্বশুর বাড়ি থেকে আনতে যায়। কিন্তু সীমা আসেনি। এজন্য স্থানীয়দের ধারণা. পারিবারিক কলহ সহ্য করতে না পেরে জাফর আত্মহত্যা করেছে।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, জানা যাবে। চূড়ান্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।