Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের উত্তপ্ত সিরিয়া, শিশুসহ নিহত ৮

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:৩৭ পিএম

সিরিয়ার ইদলিবে দেশটির সরকারি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শনিবার ভারী কামান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিব। এ সময় জাবাল আল-জাভিয়া এলাকার বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়।

রুশ সমর্থিত আসাদ বাহিনীর এ হামলায় ইবলিন গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। এছাড়া দুই শিশু বালিয়ুন গ্রামের এবং আরেক শিশু বালশুয়ান গ্রামের।

গোলা হামলায় আরও ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। গত মার্চে ইদলিবে আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর হামলায় একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।



 

Show all comments
  • Dadhack ৪ জুলাই, ২০২১, ৯:৪৪ পিএম says : 0
    ও আল্লাহ রাশিয়া ও কাফের আসাদের বাহিনী দের থেকে মজলুমদের রক্ষা করো তুমি তোমার ফেরেশতা পাঠিয়ে ওদের কে ধ্বংস করে দাও. আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ