Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তুরস্কে তৈরি অস্ত্রবাহী যান ভুরান প্রথম রফতানি হবে কসোভোয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

তুরস্কের তৈরি অস্ত্রবাহী যান ভুরানের প্রথম রফতানি হবে ইউরোপীয় দেশ কসোভোতে। এ যানটি তুরস্কের বিভিন্ন শীর্ষ প্রতিরক্ষা কোম্পানির সহযোগিতায় উৎপাদন করা হয়েছে। তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির দেয়া তথ্যমতে, তুরস্কের বাইরে কসোভোই প্রথম কোনো দেশ যারা ‘ভুরান ৪ী৪ আর্মড ভেইকল’ ব্যবহার করবে। এ যানটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা যায়। প্রথম পর্যায়ে দু’টি ভুরান অস্ত্রবাহী যান উৎপাদন করে তা কসোভোয় রফতানি করা হবে। যানটি উৎপাদন করছে তুরস্কের বাণিজ্যিক ও সামরিক পরিবহন নির্মাতা প্রতিষ্ঠান বিএমসি অটোমোটিভ। বিএমসি অটোমোটিভ তুরস্কের সবচেয়ে বড় সামরিক ইলেকট্রনিক কোম্পানি আসেলসানের সহযোগিতায় এ যানটি নির্মাণ করেছে। বিভিন্ন সামরিক কাজে ব্যবহার উপযোগী এ অস্ত্রবাহী যানটি উৎপাদন করা হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর চাহিদা অনুসারে। এ যানটি খুব দ্রুত চলাচল করতে পারে। খারাপ আবহাওয়া ও ভৌগোলিক পরিস্তিতিতেও এ যান দিয়ে সামরিক অভিযান পরিচালনা করা যায়। ইয়েনি সাফাক।



 

Show all comments
  • Mahidee Hasan ৪ জুলাই, ২০২১, ১:৫০ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Mohiuddin Shaheen ৪ জুলাই, ২০২১, ১:৫০ এএম says : 0
    কেহ যদি ভাল কিছু আবিস্কার করে,তাহলে অন্যের উদ্বিগ্ন হওয়ার কি আছে??? পারলে তারাও আবিষ্কার করুক, মুসলিমরা ভাল কিছু করলেই কাফেরের দল উদ্বিগ্ন হয়ে যায়,
    Total Reply(0) Reply
  • Abdullah Chowdhury Royal ৪ জুলাই, ২০২১, ১:৫১ এএম says : 0
    আল্লাহ যাকে সম্মান বা শক্তিশালী করতে চান তাকে দমানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কাহারও নেই, এবং এভাবেই আল্লাহ পাক যুগে যুগে কাফের বেঈমান দের শায়েস্তা করেছেন তার প্রিয় বান্দাদের শক্তিশালী করে আর এভাবেই আল্লাহ হয়তো এই তুর্কী দের শক্তিশালী করে আবারও মুসলমানদের একটা বিপ্লব ঘটতে পারে যেখানে মুসলমানরা আবারও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আল্লাহর দেওয়া জীবন বিধান এই জমিনের বুকে প্রতিষ্ঠিত হবে আর এটা আল্লাহ ওয়াদা করেছেন তিনি তার মনোনীত দ্বীন ইসলামকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন এতে কাফের বেঈমান দের যতই খারাপ লাগুক না কেন,
    Total Reply(0) Reply
  • Robin ৪ জুলাই, ২০২১, ১:৫২ এএম says : 0
    খেলা তো মাত্র শুরু। রাশিয়া থেকে S-400 নিয়েছে কোনো বুঝতে হবে। ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ন্যাটো ভুক্ত কোন দেশের বিমানকে ভূপাতিত করা সম্ভব না তুরস্ক ভালো করেই জানে তুরস্কে হামলা হলে ন্যাটো ভুক্ত দেশ করবে। তুরস্ক জেনে বুঝেনই আকাশ প্রতিরক্ষা হিসেবে রাশিয়ান S-400 ক্রয় করেছে আর পালটা হামলার জন্য নিজেরা অস্ত্র তৈরী করছে।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম সজিব সজিব ৪ জুলাই, ২০২১, ১:৫২ এএম says : 0
    শুভকামনা তুরস্কের জন্য। কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ