মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কসোভোকে স্বীকৃতির বিনিময়ে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে যাচ্ছে কসোভো। আগামীকাল সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠানে ইহুদি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক করছে দেশটি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ ও ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল আশকানাজী কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণে চুক্তি স্বাক্ষর করবেন। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, কসোভো ইসরাইলের স্বীকৃতি পাওয়া অন্যতম একটি অর্জন। আমাদের সব সময়কার বন্ধু যুক্তরাষ্ট্রের জন্যই এটা সম্ভব হয়েছে। সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ জানাই। এদিকে দু’দেশের নতুন সম্পর্ককে ইতিবাচক এবং স্মরণীয় ঘটনা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কসোভো ও সার্বিয়ার শীর্ষ নেতার সঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। দু’দেশের মধ্যে সম্পর্কে উন্নয়নে একটি চুক্তিতে পৌঁছায়। কসোভোও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে উন্নয়নে আগ্রহ প্রকাশ করে। আর সার্বিয়া তেল আবিব থাকা তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরে ঘোষণা দিয়েছে। টাইমস অব ইসরাইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।