Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রদর্শনী নয়, যৌতুকের টাকা আর গয়না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

থালার উপর বান্ডিলে বান্ডিলে সাজানো ৫০০ টাকার নোট। তার পাশে সাজানো সোনা-রূপার প্রচুর অলংকার। এসব দেখার জন্য লোকজন ভিড়ও করছেন। একজন বলছেন, এই থালায় ২০ লাখ ৫১ হাজার টাকা, ওই থালায় ২১ লাখ টাকা আর ৪০টি সোনার গয়না এবং ৩০টি রূপার গয়না রয়েছে। প্রথমে দেখে কারো কাছে মনে হবে হয়তো প্রদর্শনী চলছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে অনেকের কাছে মনে হবে কোনো প্রদর্শনী হয়তো। তবে আসলে তা নয়। মূলত উত্তরপ্রদেশের শামলি জেলার একটি বিয়েবাড়ির দৃশ্য এটি। বাড়ির সামনে কনের যৌতুকের টাকা সাজিয়ে রেখে এক যুবক সেসবের হিসাব দিচ্ছিলেন। আর এসবের থেকে একটু দূরেই বসা ছিলো কনে। জানা গেছে, কনের গায়ের গয়না দেখে অনেকে অবাক হয়েছেন। শামলির থানাভবন এলাকায় ব্যবসায়ী বাবার মেয়ের বিয়েতে এমন যৌতুকের সমাহারে অনেকেই অবাক। কেবল নগদই ছিল ৫১ লাখ টাকা। আর গয়নাসহ পাত্রকে মোট যৌতুক দেয়া হয়েছে ৬৫ লাখ টাকা। ভিডিওটি ভাইরাল হলে আয়কর বিভাগের নজরে আসে বিষয়টি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি আমাদের নয়, আয়কর বিভাগের অধীনে। তারাই এ বিষয় খতিয়ে দেখছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ