Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন বাস্তবায়নে পুলিশের টহল অভিযান

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৫:২৫ পিএম

কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ মানা নিশ্চিত করতে এবং কঠোর লকডাউন কার্যক্রম বাস্তবায়নের জন্য শেরপুর জেলা পুলিশের টহল অভিযান অব্যহত আছে। শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী সার্বিক দিকনির্দেশনায় পুলিশ রাতদিন মাঠে অবস্থান করছেন এবং অগ্রনী ভূমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোল্লা জাকির হোসেনের সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ মানা নিশ্চিত করতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর পৌর শহরের পাড়া-মহল্লার বিভিন্ন পয়েন্ট এ টহল অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার ০৩ জুলাই

শেরপুর জেলায় কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের নিমিত্ত সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী সার্বিক দিকনির্দেশনায় শেরপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন পয়ন্টে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়
ঘরে থাকুন নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলুন, পুলিশকে সহায়তা করুন এসব শ্লোগানকে সামনে রেখে ডিবি পুলিশের সদস্যরা জেলা শহরে টহল প্রদান ও শোডাউন করে। এতে মানুষের মধ্যে অনেকটাই লকডাউন মানার আগ্রহ সৃিষ্ট হয়।
এদিকে শেরপুর সদর থানার পুলিশ অফিসার ইন চার্জ মনসুর আহাম্মেদ ও ওসি তদন্ত বন্দে আলী মিয়া জেলা শহরের প্রতিটি মোরে মোরে বসিয়েছেন পাহাড়া। দায়িত্ব পালন করছেন সকল এসআই ও এএসআইগণ। জীবেনর ঝুকি নিয়ে কাঝ করছে পুলিশ। ইতিমধ্যে বেশ কেয়কজন পুলিশ সদস্য দায়িত্ব পালন কালে করােনায় আক্রান্তও হয়েছন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ