Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়জন হারানোর বেদনা নিয়ে সিনেমা লকডাউন লাভস্টোরি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

করোনাকালীন ‘লকডাউনকে’ বিষয়বস্তু করে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করলেন চিত্রপরিচালক শাহ আলম মন্ডল। সিনেমাটির নাম ‘লকডাউন লাভস্টোরি। গত শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে সিনেমাটির প্রিমিয়ার শো হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, পিএএ। শাপলা মিডিয়া নিবেদিত শুভ কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া, ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান ডা. মনিলাল আইচ লিটু, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর, প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এবং নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। চলচ্চিত্রের গল্পে দেখা যায়, বৈশ্বিক মহামারী করোনা শুরু হওয়ার পর ইমন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে। ফিরেই মা, ভাই, ভাবী থেকে তাকে দূরে দূরে থাকতে হয়। এমনকি অসুস্থ মায়ের সাথে দেখাও করতে পারে না। তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। এই সময়ে পাশের বাড়ীর মেয়ে রেহনুমা মোস্তফার সাথে পরিচয় হয়। দু'জনের মনে গভীর প্রেম জন্ম নেয়। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। উপস্থিত বক্তারা করোনাকে উপজীব্য করে নিটোল প্রেমের গল্প হতে পারে এমন ভাবনার জন্য পরিচালক শাহ আলম মন্ডলকে ধন্যবাদ জানান। তারা বলেন, এটা অবশ্যই সাহসী পদক্ষেপ। এ সময় স্বল্প বাজেটে সিনেমাটি নির্মাণে পরিচালক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। পরিচালক শাহ আলম মন্ডল জানান, চলচ্চিত্রটি খুব শিঘ্রই অ্যাপস এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা লকডাউন লাভস্টোরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ