Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন রুপে প্রকাশ্যে এলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১:০৮ পিএম

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেছিলেন আপনি কোথায়? আপনার হাতে কি কোনও কাজ নেই? উত্তরে মোক্ষম জবাব দিয়ে নেটিজেনকে একেবারেই চুপ করিয়ে দিয়েছিলেন শাহরুখ। বিদ্রূপের সুরে শাহরুখ বলেছিলেন, “যারা কিছুই করেন না… তারা…”, আর এই কথার মাধ্যমেই যেন ‘কিং খান’ বুঝিয়ে দিলেন যাদের কাজ নেই তারাই এমন টুইট করেন।

সমালোচনার শিকার হওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এক বিজ্ঞাপনী ভিডিও নিয়ে নতুন রুপে প্রকাশ্যে এলেন কিং খান। যা দেখে একেবারে কুপোকাত ভক্তরা। পনিটেল করে বাঁধা লম্বা চুল। চোখে-মুখে সেই প্রাণোচ্ছল ভাব। মাইকের সামনে কণ্ঠেও দৃঢ়তা। চোখে সাঁটা স্টাইলিস্ট ফ্রেমের চশমা। উপর থেকে স্পটলাইট পড়েছে সোজা শাহরুখের চেহারায়। যেন সেই ক্যারিশমা। পর্দার ‘ডন’কে আরও একবার ফিরিয়ে নিয়ে এলেন অভিনেতা।

সেই ভিডিওই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ লিখেছেন, এরকমই স্টাইলিস্ট হয়ে উঠুন। যে ভিডিও দেখে ভক্তরা ইতিমধ্যেই হইচই শুরু করে দিয়েছেন নেটদুনিয়ায়। ভক্তরা তো শাহরুখকে দেখে ‘হট ম্যান’ কামব্যাকও বলছেন।

জানা গিয়েছে, এক শ্যাম্পু ও হেয়ারকালারের বিজ্ঞাপনের জন্যই এই রুপ নিয়েছেন শাহরুখ।

প্রসঙ্গত, শেষবার সিনেপর্দায় শাহরুখকে দেখা গিয়েছিল ২০১৮ সালে। পরিচালক আনন্দ এল রাই-য়ের ‘জিরো’ সিনেমায়। যদিও সেই ছবি দর্শকমনে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তবে ‘জিরো’ মুক্তির ৩ বছর পরেও শাহরুখের কোনও ছবি আসেনি। আপাতত, শাহরুখ ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে এক বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ