Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন পরিস্থিতির মধ্যেও শতভাগ সচল চট্টগ্রাম বন্দর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১২:৪২ পিএম

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতিতে সপ্তাহব্যাপী চলমান লকডাউন পরিস্থিতির মধ্যেও শতভাগ সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। বন্দর জেটিতে থাকা জাহাজ এবং বহিঃনোঙ্গরে থাকা মাদার ভেসেল থেকে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বন্দর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডলিংও যথানিয়মে চলমান রয়েছে। শনিবার (০৩ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও চট্টগ্রাম বন্দর লকডাউনের আওতামুক্ত। ফলে এখানে আমদানি রপ্তানির সকল কার্যক্রম যথানিয়মে চলমান আছে। চট্টগ্রাম বন্দরে দৈনিক গড়ে ৬ থেকে ৭ হাজার ইউনিট কন্টেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। লকডাউনের মধ্যেও তা স্বাভাবিক আছে।
অপরদিকে, বন্দর জেটিতে জাহাজে পণ্য উঠা-নামা সচল আছে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। একইভাবে স্বাভাবিক নিয়মে চলছে বন্দর কাস্টমস-এর কার্যক্রম।
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংকারী অপারেটর সাইফ পাওয়ার টেক-এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন জানান, বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক আছে। নিজস্ব পরিবহনের মাধ্যমে কর্মকর্তা ও শ্রমিকদের বন্দরে আনা নেওয়া করছে সাইফ পাওয়ারটেক।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, কঠোর লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বন্দর সচল রাখতে বন্দরের অপারেশনাল কর্মীদের দুই ভাগে ভাগ করে কাজ করানো হচ্ছে। এক সপ্তাহে যারা কাজ করবেন তারা পরবর্তী চার দিন ছুটিতে থাকবেন।
দেশের ৯২ ভাগ আমদানি-রপ্তানি বাণিজ্যে দেশের প্রধান এই বন্দরের অপারেশনাল কার্যক্রম চলছে দিন-রাত ২৪ ঘণ্টা। যথারীতি শুল্কায়নের জন্য খোলা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস এবং কাস্টমসের ব্যাংক শাখাগুলো।
এছাড়া বন্দর হাসপাতালের সেবা কার্যক্রম, যান্ত্রিক বিভাগের যন্ত্রপাতি সার্বক্ষণিক সচল, বিদ্যুৎ বিভাগ, বন্দরের ফায়ার সার্ভিস টিম, সিস্টেম এনালিস্ট, পুরকৌশল বিভাগ শতভাগ সচল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ