মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল তাঁর বক্তব্য শুরু করলে বিরোধী বিজেপি বিধায়করা ব্যাপক হৈ-হট্টগোল ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মাত্র ৪ মিনিটের মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন। যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘নির্বাচন পরবর্তী সহিংসতার উল্লেখই ছিল না রাজ্যপালের ভাষণে। তৃণমূলের গুণ্ডা ও নিষ্ক্রিয় পুলিশের ভূমিকার উল্লেখ নেই। সেই কারণেই আমরা বাধা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভাষণের কোথাও সহিংস ঘটনার উল্লেখ নেই। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন এসেছে। হাইকোর্টের মন্তব্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লিখে দেওয়া ভাষণে অনেক কিছুই ছিল না। রাজ্যে ৪১ জন বিজেপি কর্মী নিহত হয়েছেন। নারীদের উপরে অত্যাচার হয়েছে। সে সবই আমরা বিধানসভায় তুলে ধরেছি। স্লোগানের মধ্যদিয়ে প্রতিবাদ জানিয়েছি।’
‘নির্বাচন পরবতী সহিংসতা নিয়ে একটি লাইনও যদি ভাষণে লেখা হতো, তদন্ত করার কথা বলা হতো, তাহলে আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতাম’ বলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।